॥ নিজস্ব প্রতিবেদক ॥
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ বিভাগ।
রবিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় কোতয়ালী থানা কম্পাউন্ডে প্রকৃত মালিকদের নিকট উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন হস্তান্তর করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড ক্রাইম) শাহনেওয়াজ রাজু এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর আমিন। এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুর আমিন জানান, মোবাইল হারানোর পর প্রকৃত মালিকরা থানায় জিডির পর তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল দেশের বিভিন্ন স্থান থেকে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি। রবিবার সকারে জেলা পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
মোবাইল ফোনের মালিকগণ হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।