প্রতিটি স্বাবলম্বী মানুষ যদি একটি করে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজে অসহায় থাকবে না—দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটির রিজার্ভ বাজারের প্রয়াত হাজী ইউসুফ আলী কোম্পানীর কনিষ্ট পুুত্র সাবেক ছাত্র নেতা মোঃ মঈন উদ্দীন সেলিম। আজ সকালে রিজার্ভ বাজার এলাকায় মোঃ মঈন উদ্দীন সেলিমের বাস ভবনে শীতার্থদের হাতে কম্বল তুলে দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় রাঙ্গামাটি রাঙ্গামাটি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাংবাদিক মোঃ আলী, সাবেক নেতা মঈন উদ্দিন সেলিম, কৃষকলীগ রাঙ্গামাটির সহ-সভাপতি প্রমতোষ দেব, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক বদিউর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি শহরের ৫ শতাধিক শীতার্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেয়া হয়।
এ সময় দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে আওয়ামীলীগ সব সময়। আওয়ামীলীগ সরকারের পাশাপাশি যারা আওয়ামীলীগ করে তারাও জনগনের কল্যাণে এগিয়ে এসেছে। তিনি বলেন, মঈন উদ্দিন সেলিম প্রতিটি বারই অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। তিনি বলেন, প্রতিটি স্বাবলম্বী মানুষ যদি একটি করে অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজে অসহায় থাকবে না বলে উল্লেখ করেন।
মোঃ মঈন উদ্দিন সেলিম বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের কল্যাণে দীপংকর তালুকদারের হাত সব সময় প্রসারিত আছে। দাদার কথা মতো করোনাতেও পাশে ছিলাম এখনও আছে। আগামী দিন গুলোতেও থাকবে। তিনি বলেন, এখন ৫ শতাধিক মানুষকে দিচ্ছি আগামীতে আরো মানুষের পাশে কম্বল নিয়ে উপস্থিত হবো। তিনি আগামী নির্বাচনে দীপংকর তালুতদারের জন্য সকলের দোয়া কামনা করেন।