রাঙ্গামাটির জেলা পুলিশের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি

বাংলাদেশ পুলিশ মানবতার সেবায় সবসময় কাজ করে আসছে—মীর আবু তৌহিদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পুলিশ শুধু অপরাধ দমনে কাজ করে না, মানবতার সেবায় কাজ করে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ। তিনি বলেন, পুলিশ সমাজে অরাজকতা দমন এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তেমনী মানুষের জানমাল রক্ষায় সবোর্ত্তম ভাবে করে যাচ্ছে।

বুধবার (১১ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি কোতোয়ালী থানার মাঠে মানবতার সেবাই রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে প্রায় ৩শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

শীতবস্ত্র বিতরণকালে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাহেদুল ইসলাম, ডিআইও ওয়ান ডিএসবি আব্দুল্লাহেল বাকী, ডিএসবি ক্রাইম শাহনেওয়াজ রাজু, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বস্ত্র বিতরনকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বাংলাদেশ পুলিশ মানবতার সেবায় সবসময় এগিয়ে আসে। এরই ধারাবাহিকতায় আজ রাঙ্গামাটিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এতে অসহায় মানুষের সামান্যতম উপকার হলেও আমরা কৃতজ্ঞ থাকবো। ভবিষ্যতেও পুলিশের পক্ষ থেকে এধরণের কার্যক্রম অব্যহত থাকবে।