পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পায়তারা শুরু করেছে পাশ্ববর্তী পরিবার

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পায়তারা শুরু করেছে পাশ্ববর্তী পরিবার চন্দন ধর। রাঙ্গামাটির রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকার চন্দন ধর তার বাড়ী তৈরী করতে গিয়ে কোন ধরনের পানি নিশকাষনের জায়গা না রেখে সীমানা দেওযাল ঘেষে বাড়ী তৈরী করে। ইতিমধ্যে আমার ঘরের টিনে চাল খুলে বাড়ী নির্মাণ করার ফলে আমার বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। আমার বাড়ীর ভাড়াটিয়ার বাড়ীতে পানি ঢুলে ব্যাকপ ক্ষতির সম্মুখীন হয়।

ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক রনজিত কুমার ধর বলেন, ইতিমধ্যে তাকে বেশ কয়েকবার বলা হলেও সে ইর্ষান্বিত হয়ে আমার বাড়ীর পানি নিস্কাশনের জায়গা বন্ধ করে দিয়ে ব্যাপক ক্ষতি করেছে। চন্দন ধরের ৩৩১ নং নির্মনাধীন বাড়ীর ছাদ ঢালাই ও ইটের গাথুনি করতে গিয়ে আমার বাড়ীল দেওয়াল থেকে কোন দুরত্ব ও ফাকা না রেখে আমার বাসার ছাদের টিন নস্ট করে সীমানায় চলে এসেছে। ইতিমধ্যে তাকের বেশ কয়েকবার বলা হলেও সে আমার উপর ক্ষপ্তি হয়ে উঠে।

অভিযোগের আরো বলা হয়, সে আমারকে ঐ জায়গা থেকে উচ্ছেদ করার জন্য আমাদের ব্যবহৃত দীর্ঘদিনের পানির ড্রেন ভরাট করে দিয়েছে। গত কয়েকদিন আগে কয়েকজন সাংদিককে আমি সরজমিনে পরিদর্শন করতে নিয়ে গেলে তিনি তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরবর্তীতে তারা বিষয়টি তাকে বোঝানোর চেস্টা করলে তিনি ওয়ালটি ভেঙ্গে নতুন করে কাজ করে দিবেন বলে মৌখিক ভাবে বলেন। সাংবাদিকরা চলে যাওয়ার পর চন্দন ধর আমার উপর আবারে ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

অভিযোগে তিনি আরো বলেন, চন্দন ধর যে বাড়ী করেছে তার কোন নকশা নেয়নি। পৌরসভার কোন অনুমোদনও তিনি নেননি। তিনি পুরনো বাড়ীর উপর দ্বিতল ভবন নির্মাণ করে। এতে করে যে কোন মুহুর্তে বাড়ীর ভঙ্গে পড়ে আশে পাশে লোকজনের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বলেন, ধারণা করা হচ্ছে।

ইতিমধ্যে বাড়ীর মালিক রনজিত কুমার ধর নিজের পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রাঙ্গামাটি পুলিশ সুপারের কাছে আবেদন করেছে। আবেদনে তিনি অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ নিজেবাড়ীর রক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।