॥ নিজস্ব প্রতিবেদক ॥
স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছে। ১৯৭৫ এরপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। তিনি বলেন এরশাদ সরকার দেশের মার্শাল আইন জারী করে, শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে গনতন্ত্রকে হত্যা করে। তাই এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ফেসিবাদ অবৈধ ফেসিস আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। তাদের পতন ঘটাতে পারলে গণতন্ত্র পুন প্রতিষ্ঠা হবে।
রবিবার (৮ জানুয়ারী) বিকেলে রাঙ্গামাটি জেলা বিএনপির কাযালয়ে বিএনপির ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, প্রাক্তন সাংসদ মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চল সহ দেশের মানুষ ভালো নেই, প্রতি মানুষের উপর ঋণের বোঝা বাড়িয়ে এই সরকার আবারো ক্ষমতার মসনদে বসতে চাই। বক্তারা বলেন আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার জোরদার আন্দোলন রাঙ্গামাটি জেলা থেকে শুরু করার ঘোষণা দেন।