পার্বত্যাঞ্চলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলে বিশুদ্ধ সুপেয় পানি পৌঁছে দিচ্ছে সরকার—কুজেন্দ্র লাল ত্রিপুরা ত্রমপি
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দীঘিনালা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ৮ কিলোমিটার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন নয় মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারী) দুপুরের দিকে দীঘিনালা নয় মাইল এলাকায় সুপেয় পানির প্রকল্প উদ্ভোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো:ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় দিঘীনালা উপজেলার পাহাড়ী দূর্গম নয় মাইল ত্রলাকায় সমগ্র বাংলাদেশ নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে রুলার পাইপড ওয়াটার সাপ্লাই স্কীমের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা ত্রমপি।
সুপেয় পানি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখে, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহীপ্রকৌশলী রেবেকা আহসান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আহবায়ক পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এড.আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎফল খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী খাগড়াছড়ি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে উপ-সহকারি প্রকৌশলী মো: আইয়ুব আনচারী, উপ-সহকারি প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো: আজাদ হোসেন সরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুুশীল সমাজের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নয়মাইল ত্রলাকায় খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সমগ্র বাংলাদেশ নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে রুলার পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম প্রকল্পটি ২০২১-২২অর্থ বছরে কাজটি বাস্তবায়ন করেন, মের্সাস আজাদ এন্টার প্রাইজ। উৎপাদন নলকূপ ১টি ৮”/৬”পাম্প হাউজ ১টি, পাইপ লাইন ৭৭৮৫ মিটার, জলধারা নির্মাণ ২০,হাজার লিটার, সুবিধাভোগী পরিবারের সংখ্যা ২৫০ পরিবার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা ত্রমপি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পার্বত্যাঞ্চলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রত্যান্ত অঞ্চলে বিশুদ্ধ সুপেয় পানি পৌঁছে দিচ্ছে সরকার। পার্বত্য অঞ্চলের প্রত্যেকটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যে সমস্ত দূর্গম পাহাড়ী এলাকায় পানির সংকট রয়েছে সে সব এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ও পার্বত্য জেলা পরিষদ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন শেষে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আয়োজনে নয়মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভা শেষে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা ত্রমপি।