॥ নিজস্ব প্রতিবেদক ॥
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উপলক্ষে রাঙ্গামাটিতে ৩দিন ব্যাপী আন্তঃ উপজেলা ফুটবল, কাবাডি, এ্যাথলেটিকস ও দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্টপোষকতায় বুধবার বিকাল ৪টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ফুটবল খেলার মধ্য দিয়ে শেখ কামাল যুব গেমসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের তিন পার্বত্য জেলার সমন্বয়কারী মোঃ তাহেরুল আলম চৌধুরী স্বপন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সুনীল কান্তি দে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া প্রমূখ।
অনুষ্ঠানে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এ অংশগ্রহনকারী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উপলক্ষে এবার রাঙ্গামাটিতে ৩ দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল,কাবাডি,দাবা,এ্যথলেটিকস নিয়ে আন্তঃ উপজেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।