আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপিকে গণসংবর্ধনা

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি, সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপিকে জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী) সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি, সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ রফিকুল মাওলা, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষকেতু চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনছুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আকতার, সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সহ-সভাপতি আশিষ কুমার চাকমা নব, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারন সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

এছাড়া জেলার ১০টি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, আগামী সংসদ নির্বাচনে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। চারদিকে দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্রতিহিত করতে হলে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এইজন্য তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবর্ধনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।