পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের অংশগ্রহণ করেন রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা।

গতকাল পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম, রাজারবাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এর উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স সম্মেলন কক্ষ হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।