রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হইতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটির শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স। ২৬ ডিসেম্বর সোমবার সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ হইতে শীতার্থ মানুষের মাঝে কম্বল তুলে দেন রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ।

এ সময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিঃ সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক ইউসুফ হারুন, মনসুর আলী, মামুনুর রশীদ মামুন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশীদ মাতব্বর, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব প্রমূখ উপস্থিত ছিলেন।
চেম্বারের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষ এবং বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, বিহারে মোট ৫০০ টি কম্বল বিতরণ করা হয়।

প্রতিষ্ঠান সমূহ হলো বায়তুশ শরফ এতিমখানা, আব্দুল ফকির মাঝার এতিমখানা, খানকা শরীফ, দাওয়াতে ইসলাম এতিমখানা, আমানতবাগ এতিমখানা, ২নং পাথরঘাটা এতিমখানা, ভাষঅন্যাদম খাগড়াছড়ি এতিমখানা, রসুলপুর আল মোমিন মাদ্রাসা, ব্রাক্ষনটিলা হামিউস্সুন্না মাদ্রাসা, আনন্দ বিহার, আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহার, মনোঘর আবাসিক।