পর পর তিনবার নির্বাচন স্থগিত করা রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচনের দাবীতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন; নির্বাচন কমিশনে স্মারকলিপি

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ও দুম্যা ইউনিয়নে নির্বাচনের দাবী করেছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।

২৬ ডিসেম্বর সোমবার সকালে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।
পর পর তিনবার এ ইউনিয়নে স্থগিত করায় প্রার্থীরা আর্থিক শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন দাবী করে এ ইউনিয়ন গুলোতে দ্রæত নির্বাচন দেয়ার দাবী জানানো হয়।

নির্বাচনে প্রার্থীরা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার পর একেবারে শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।

সর্বশেষ ২৯ ডিসেম্বর দুই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গত ৭ ফেব্রæয়ারী ও ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল।

একই দাবীতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি দেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৈদং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গ লালা চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী জুলি চাকমা, কাজলা চাকমা, উষা রাণী চাকমা, উজ্জ্বল চাকমা, সাধন চাকমা, অমর ধন চাকমা, লক্ষী চন্দ্র চাকমা, অমরসিন্দু চাকমা, শান্তি প্রভা চাকমা, বিকাশ চাকমা প্রমূখ।