রাঙ্গামাটি জেলা যুবদলের দায়িত্ব পেয়েছেন পৌর কাউন্সিলার মোঃ নুরু নবী

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা যুবদলের সভাপতি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলা যুবদলের সহ-সভাপতি ও রাঙ্গামাটি পৌর কাউন্সিলার মোঃ নুরু নবীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

পত্রে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক জরুরী সভা গতকাল দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে নি¤œলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সভায় শুধু রাঙ্গামাটি নয় পটুয়াখালী, টাঙ্গাইল ও রংপুর জেলার যুবদলের বিভিন্ন কমিটির পরিবর্তন আনা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সহ-সভাপতি পদ মর্যাদায় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, ১ নং যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন ও সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরু নবী বর্তমানে রাঙ্গামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তাকে সভাপতি পদে মনোনীত করায় রাঙ্গামাটি জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।