দেশের স্বাধীনতাকে আগামী প্রজন্মের হৃদয়ে ধারণ করতে হবে— সবির কুমার চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশের স্বাধীনতাকে আগামী প্রজন্মের হৃদয়ে ধারণ করে স্বাধীনতা বিরোধীদেরকে ধিক্কার জানাতে তরুন প্রজন্মকে আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা। তিনি বলেন, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার যা প্রতিশ্রুতি দেন তা অক্ষরে অক্ষরে পালন করে। তিনি আগামী প্রজন্মের জন্য শহীদ মিনার স্থাপনের কথা বলেছেন করে দিয়েছেন।
রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার হাজাছড়া উচ্চ বিদ্যালয় ও ৩৩ নং হাজাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সবাপতি দীপংকর তালুকদার এমপির সৌজন্যে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা এই কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১৩৪ নং আন্দার মানিক মৌজার হেডম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রভাত রঞ্জন চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনোরঞ্জন চাকমা, ১ নং সুবলং ইউনিয়নের মহিলা সদস্য সুস্মিতা চাকমা, মেম্বার কালা মনি চাকমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজন বড়ুয়া।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও অথিথিরা।