\ নিজস্ব প্রতিনিধি, কাউখালী \
পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য রাঙ্গামাটিতে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমেছে ১নং আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। গতকাল রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা থানা সংলগ্ন সীমান্তবর্তী রাঙ্গুনিয়া এলাকা থেকে ১৮০ ইয়াবা সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আব্দুস সালাম ওলফে বাবুল ড্রাইভার (৫০)।
এপিবিএন সুত্র জানায় গত ৩০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী উপজেলা থানা সংলগ্ন সীমান্তবর্তী রাঙ্গুনিয়া এলাকা আব্দুস সালামের বাড়ীতে অভিযান পরিচালনা করেন এপিবিএন এর সদস্যরা।
উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামির আব্দুস সালাম ওলফে বাবুল ড্রাইভার (৫০) দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রাইভারীর পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এসব মামলায় আসামী জামিন নিয়ে আবারও মাদক কারবার শুরু করেন। মূলত গাড়ী চালকের আড়ালে সে তাঁর সহযোগীদের নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করেন। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।