\ রাঙ্গামাটি প্রতিনিধি \
জেলার টেলিযোগাযোগ সেবার মান উন্নয়ন এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি- বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা,শিক্ষক নেতৃবৃন্দ ও সুধীজনদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) নাসরিন সুলতানা, জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক চৌধুরী হারুনুর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার প্রমূখ।
এছাড়া মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কলেজের অধ্যক্ষগন, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ আজ অনেকদুর এগিয়ে গেছে। সারা দেশের মতো পার্বত্য চট্টগ্রামেও তথ্য প্রযুক্তির সেবার মান বৃদ্ধির জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
মতবিনিময় সভার আগে বিটিআরসির সেবাসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি প্রেজেন্টেশন প্রচার করা হয়।