রিজার্ভ বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান ত্রাণ সহায়তা নিয়ে রিজার্ভ বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

রবিবার ২০ নভেম্বর বিকালে রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর হাতে প্রতি পরিবারকে ৩০ কেজি চাল ও ২ টি করে কম্বল তুলে দেন।

রাঙ্গামাটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান এই ত্রাণ সামগ্রী বিরতণ করেন।

এ সময় স্বেচছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ হারুন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে রাঙ্গামাটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর সাথে কথা বলেন।

এ সময় নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে শান্তনা প্রদান করে বলেন, দূর্যোগ কখন আসে কেউ বলতে পারে না। তাই দূর্যোগকে ধর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার সব সময় অসহায় পরিবার গুলোর সাথে আছে আগামীতেও থাকবে।