সাংবাদিকতার ৫৩বছর পূর্তিতে চারণ সাংবাদিক মকছুদ আহমেদকে রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

সংবাদপত্রের দর্শন রয়েছে এবং রয়েছে সাংবাদিকতার নৈতিক ও দার্শনিক ভিত্তি। সাংবাদিকতার এই দর্শন মেনেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুঃসাহসী সাংবাদিক আলহাজ¦ একেএম মকছুদ আহমেদ তার সাংবাদিকতার পথচলা শুরু করেছিল ৫৩বছর পূর্বে। পাহাড়ের সংবাদ প্রচারে অজ¯্র বাঁধা-বিপত্তি প্রতিবন্ধকতার পথ পেরিয়ে কেটেছে এতটা তার এতটা বছর। চলার এ সময়ে তিনি কখনো জেগে ঘুমায়নি। সে তার দার্শনিক ভিত্তির জায়গা থেকে কোনো জনগুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনে পিছপা হয়নি কখনো। বিভিন্ন পরিস্থিতির মোকাবিলা করে অনেক কঠিন কঠিন পথ তাকে পাড়ি দিতে হলেও তার দর্শন ও বিশ্বাসের জায়গা থেকে তিনি একপাও নড়েনি, বলেনি এক মুখে দুই কথা ।

ভয়হীনভাবে সত্যনিষ্ঠ কোনো তথ্য প্রকাশ করার ক্ষমতা এবং বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের কিংবা গোষ্ঠীর পক্ষ বা নিয়ন্ত্রিত হয়ে কাজ না করা পাহাড়ের এই চারণ সাংবাদিক আলহাজ¦ একেএম মকছুদ আহমেদ তার সাংবাদিকতার ৫৩ বছর পার করলো। তার এই সাংবাদিকতা অভিজ্ঞতাকে তিনি নিজের মাথায় জমিয়ে রাখেনি। নিজের হাতে গড়ে তুলেছে দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকা ও চ্যানেলের অনেক অনেক সাংবাদিক। বলতে গেলে এক কথায় তিনি পার্বত্য অঞ্চলের সাংবাদিক গড়ার কারীগড়। তাই তাকে বস্ বা গুরু হিসেবেই সম্বোধন করে অনেকে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুঃসাহসী সাংবাদিক আলহাজ¦ একেএম মকছুদ আহমেদ এর ৫৩ বছর পূর্তির এই দিনে রাঙ্গামাটি সাংবাদিক ফেরোমের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।