রাঙ্গামাটি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আটক করা হয় বলে জানান কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই(নিঃ) নয়ন কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় দুইজন মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্স (ওসি) আরিফুল আমিন বলেন, সম্প্রতি রাঙ্গামাটি শহরে মোটর সাইকেল চুরির বেশ কিছু অভিযোগ এসেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে যতদিন আমরা চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার এবং চোরদের ধরতে না পারি।