\ নিজস্ব প্রতিবেদক \
রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, উদ্বোধক ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহবায়ক হেলাল খান।
জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার উদ্বোধন করা হয়। এসময় জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করে হয়। সভা শুরুর আগে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
সভায় বক্তারা বলেন, কেন্দ্র থেকে যখনই ডাক পড়বে তখনই ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিস্ট সরকারকে হঠাতে হবে। দেশের মানুষ এই জালিম সরকারের কাছ থেকে মুক্তি চায়। দেশনেত্রী খালেদা জিয়াকে আবার কারাগারে প্রেরনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
জেলা জাসাসের আহবায়ক আবুল হোসেন বালির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাসাস এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জাসাস রাঙামাটা জেলার সদস্য সচিব মো: কামাল হোসেনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।