পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান এর সাথে জাতিসংঘ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি

\ নিজস্ব প্রতিবেদক \

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন জাতিসংঘ প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ১৫ নভেম্বর ২০২২খ্রি. মঙ্গল বেলা দুপুর ১২.৪৫টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় কর্ণফুলী সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। \

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), বোর্ডের সদস্য প্রশাসন ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ (যুগ্ম সচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব)সহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জাতিসংঘ আবাসিক কো-অর্ডিনেটর মিজ্ গিউইন লেউস, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি, ইউএনএফপিএ কান্ট্রি রিপ্রেন্টেটিভ, এফএও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউনিসেফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইউরোপিয়ন ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান, ইউকে হাই কমিশনার, নরওয়ে রাষ্ট্রদূত এবং ইউনিসেফ ও ইউএনডিপি’র আঞ্চলিক প্রধানগণ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা স্বাগত বক্তব্য প্রদান করেন।এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ড, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত বিরূপ প্রভাবগুলোর সাথে সামাঞ্জস্য রেখে দুর্যোগ মোকাবেলায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি বিস্তারিত উপস্থাপন করেন। পরিচিত পর্ব শেষে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সঞ্চালনায় বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উন্মুক্ত আলোচনা পর্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দেন। এসময় প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং সুন্দর আয়োজনের জন্য বোর্ড প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।