॥ নিজস্ব প্রতিবেদক ॥
টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ইনিষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাঙ্গামাটির উদ্যোগে আইডিইবি ভবনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়।
ইনিষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাঙ্গামাটির সভাপতি নিরঞ্জন নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন, রাঙ্গামাটি টিটিসির প্রিন্সিপাল ও আইডিইবি রাঙ্গামাটির সহ-সভাপতি শ্যামল বড়–য়া, আইডিইবি রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
পরে ইনিষ্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাঙ্গামাটি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।