পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম চর্চা করতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করছে—- রেমলিয়ানা পাংখোয়া
॥ নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি ॥
পার্বত্য অঞ্চলে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম চর্চা করতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সকল মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক গুরু রাঙ্গামাটি সংসদ সদস্য খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার কাজ করছে। জননেতা দীপংকর তালুকদারের নির্দেশনায় রাঙ্গামাটি জেলা পরিষদ জেলার সকল উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
গতকাল বিলাইছড়ি উপজেলার তিনকোনিয়া ত্রিরত্নাকুর বৌদ্ধ বিহারে ১৬তম শুভ দানোৎতম মহান কঠিন চীবর দান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ১৩১ নং বল্লালছাড় মৌজা হেডম্যান তরুন কান্তি তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
গতকাল সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধমুর্ত্তি দান, কল্পতরু দান, হাজার বাতি দান ও কঠিন চীবর দানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
ধর্মীয় অনুষ্ঠানে প্রধান পূর্ণার্থী হিসাবে উপস্থিত থেকে ভিক্ষু সংঘের হাতে চীবর উৎসর্গ করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
অনুষ্ঠানে বিহার উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন। এছাড়া “তিনকোনিয়া যুবকদের খেলার মাঠ সংস্কারে নগদ অর্থ প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য রেমলিয়ানা পাংখোয়া।