॥ নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥
বুদ্ধ বন্ধনা, বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, পুজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচারণ, পঞ্চশীল গ্রহণ ও কঠিন চীবর দান উৎসব সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব সোমবার (৭ নভেম্বর) বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারের আশেপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে মেলা বসে। পার্বত্য চট্টগ্রাম সহ আশেপাশের জেলা সমুহ হতে কয়েক হাজার দায়ক দায়িকার সমবেত কন্ঠে সাধু সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল।
চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের এর সভাপতিত্বে এতে প্রধান পূর্ণ্যাথী হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার ।
এসময় তিনি বলেন, এই সরকারের আমলে সব ধর্মের মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। দানোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায়
এসময় সম্মানিত পূর্ণ্যাথী হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এইছাড়া বিশেষ পুর্ণ্যাথী হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার।
দানোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কমান্ডার সাব্বির আহমেদ, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।
দানোৎসবে ধর্মীয় দেশনা প্রদান করেন ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ সুমেধানন্দ মহাথের এবং বড়খোলা পাড়া শাসনরক্ষিতা বৌদ্ধ বিহার এর বিহার অধ্যক্ষ ভদন্ত সুমনা মহাথের।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মংসুইপ্রু মারমা।
দানোৎসবে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ হাজার হাজার দায়ক দায়িকা উপস্থিত ছিলেন।