॥ নিজস্ব প্রতিবেদক ॥
শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে রাঙ্গামাটি শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দিরে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আয়োজন চলছে। পূজা উপলক্ষে আগামীকাল জগদ্ধাত্রী মায়ের পূজা আরম্ভ। আগামী ৩ ও ৪ নভেম্বর ষোড়শপ্রহরব্যাপী মহানামযঞ্জ অনুষ্ঠিত হবে।
আজ সন্ধ্যায় মন্দিরের সার্বিক আইন শৃঙ্খলা ও মন্দিরের পূজা উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনার প্রত্যক্ষ করেছেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব রনতোষ মল্লিক, সমন্বয় কমিটির সদস্য স্বপন কান্তি মহাজন, শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজন মহাজন, সাধারণ সম্পাদক দেবু চৌধুরী বিপ্লব, কোষাধ্যক্ষ অরুন কান্তি দাশ, পুজা কমিটির বিভাষ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পৌর মেয়র বলেন, সকল ধর্মের মানুষের মিলন মেলা এই জগদ্ধাত্রী পূজা। এইপূজাকে ঘিরে দীর্ঘ বছরের গ্রাম বাংলার মেলা সকল সম্প্রদায়কে আকৃষ্ট করে। এই পূজাকে ঘিরে মেলা হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীষ্টান সহ সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা ঘটে। এই মিলন মেলাই হচ্ছে বাংলাদেশের অসম্প্রদায়িক চেতনার অংশ। তিনি মেলার সার্বিক ব্যবস্থাপনায় ভোলান্টিয়ার সহ আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে তার দিকে নজর দিতে কমিটির প্রতি আহবান জানান।