প্রতিটি ধর্মের মানুষ যাতে তাদের ধর্ম পালন করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে কাজ করছে….. অংসুইপ্রæ চৌধুরী
\ নিজস্ব প্রতিবেদক \
প্রতিটি ধর্মের মানুষ যাতে তাদের ধর্ম পালন করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি জেলা পরিষদের মাধ্যমে কাজ করছে বলে মন্তব্য করেছে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য অঞ্চলের উন্নয়নে দীপংকর তালুকদারের হাত ধরে রাঙ্গামাটি জেলা পরিষদ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার ৩১ অক্টোবর রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে রাঙ্গামাটি সদর উপজেলার বসন্তমোন পাংখোয়া পাড়ায় ফেলোশপি ইউনাইটেড পেন্ডিকস্টাল চার্চ এ উপসনার জন্য আসবাবপত্র বিতরণ কালে তিনি এই কথা বলেন।
আসবাবপত্র বিতরণ অনুষ্টানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মো. সোলায়মান চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুখময় চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী এরশাদ মন্ডল, উপ সহকারী প্রকৌশলী উজ¦ল কান্তি দেওয়ান, ফেলোশপি ইউনাইটেড পেন্ডিকস্টাল চার্চ সভাপতি রামজাও পাংখোয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদেও অর্থায়নে ফেলোশপি ইউনাইটেড পেন্ডিকস্টাল চার্চের উপসনার জন্য ৩০ টি সেমি সোফা বিতরণ করা হয়।