৩৫ বছরের ভিটেমাটি কেড়ে নিতে চায় আওয়ামী লীগ নেতা

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

কাউখালী উপজেলা আওয়ামীলীগের ক্ষমতাধর নেতা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কাউখালী উপজেলা যুবলীগ নেতা ও কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনগং ওসীম বড়ুয়া সফলের ৩৫ বছরের ভিটেমাটি কেড়ে নিতে চায় আওয়ামীলীগ নেতা। রবিবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিট সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগের কথা স্বীকার করেন ভুক্তভোগী ওসীম সফল বড়ুয়াসহ তার পরিবারবর্গ।

উপস্থিত সাংবাদিকদের কাছে ভুক্তভোগি পরিবার অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা এ ভিটেমাটিতে আমরা বসবাস করে আসছি। এই বসতি কেড়ে নিতে চায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনগংরা। আমাদেরকে নির্যাতন, হুমকি ধমকি ও পুলিশ দিয়ে হয়রানি জেল হাজতে প্রেরণসহ নানান ধরনের নির্যাতন করে আসছে তারা। ভিটেমাটি কেড়ে নিতে ক্ষমতার দাপট দিয়ে পুলিশসহ প্রশাসনকে ব্যবহার করছে এরশাদ সরকার ও নাজিম উদ্দিন চেয়ারম্যানগংরা।

এরশাদ সরকার ও নাজিমের নির্যাতনের স্বীকার ওসীম সফল বড়ুয়া বলেন, এ জমি দখলে নিতে তারা আমাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে জেলহাজত খাটান। কোন অভিযোগ ছাড়াই থানায় নিয়ে ২ মাস আগে বিদায়ী এএসআই নজরুল ইসলাম চরম মারধর করা হুমকিসহ জোর করে স্বারক নেওয়ার চেষ্টা করেন। অনেক ভয়ভীতি দেখানোর পর আমি রাজি না হওয়াতে আমাকে ছেড়ে দেয়। পুরো কাউখালী জমিজামা দখলসহ সকল অপকর্মের মূল নায়ক এই এরশাদ সরকারগংরা। স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আমার জোরদাবি এই জুলুমবাজদের হাত থেকে রক্ষার জন্য সহযোগিতা চাই।

স্থানীয় প্রবীণ মুরব্বী সারদা চরন নাথ বলেন, এ জমি সংক্রান্ত বিষয়ে কাউখালী ইউএনও অফিসে ডেকে নিয়ে ইউএনও সামনে হুমকি দিল তাৎক্ষণিক ইউএনও গরম হয়ে উঠে এরশাদকে ধমক দেন। এভাবে তার ক্ষমতার দাপট সর্বএ ব্যবহার করে সমাজের নিরিহ অসহায় লোকদের জিম্মি করে রাখে।

মুঠোফোনে আওয়ামীলীগ নেতা এরশাদ সরকারের বক্তব্য, অভিযুক্তকারী ওসীম বড়ুয়া সফল আমার বিরুদ্ধে যে সকল তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছন তা সম্পূর্ণ মিথ্য ও অসৎ। তারা যেখানে বসবাস করে সেটা ঠিক আছে। তবে ভিটেবাড়ির সামনে যে জমিটুকু আছে আমি দেশের বাহিরে গেলে তা দখল করে নেয় ওসীম বড়ুয়া সফলরা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী জানান, আমি এ থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার নলেজে নাই। কেউ যদি আইনী সহায়তা পেতে চায় তাহলে তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
#