রাঙ্গামাটিতে শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনাসভা 

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর এই শ্লোগানে রাঙ্গামাটিতে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রাঙ্গামাটি জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সকালে রাঙ্গামাটি বনরূপা হ্যাপীর মোড় থেকে শিক্ষকদের দিবসের র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানী দয়ামীয় উচ্চ দ্যিালয়ে গিয়ে শেষ হয়। পরে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারী কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়–য়া, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ্য তাসাদ্দিক হোসেন কবির, রানী দয়া ময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক সহ অন্যান্য শিক্ষকরা।

পরে রাঙ্গামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।