বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥

ধর্মীয় পতাকা উত্তোলন, পুজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান, ভিক্ষু সংঘের পরিত্রান পাঠ, চীবর দান, পঞ্চশীল গ্রহন এবং ধর্মীয় দেশনার মধ্য দিয়ে রবিবার (২৩ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হলো রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব।

বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।

বড়ইছড়ি পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞ্ঞাসারা মহাথের এর সভাপতিত্বে দানোৎসবে প্রধান দায়ক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এইসময় তিনি বলেন, এই সরকার আসার পর হতে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সরকার প্রত্যেক ধর্মের উৎসবে অনুদান দিয়ে আসছেন। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে আবারোও আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে।
দানোৎসবে বিশেষ দায়ক হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, মারমা সংস্কৃতি সংস্থা ( মাসস) এর কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মংসুইপ্র মারমা।
এর আগে গত শনিবার (২২ অক্টোবর) সকাল ৭ টা হতে বিহার প্রাঙ্গণে ২৪ ঘন্টা মহা পটঠান পাঠ শুরু হয়ে রবিবার (২৩ অক্টোবর) সকাল ৭ টায় শেষ হয়।