কাপ্তাইয়ে দূর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার, গভীর জঙ্গলে অবমুক্ত

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যঙছড়ি থেকে পাচারকালে বাক্সবন্ধী অবস্থায় একটি দূর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই ফরেস্ট রেঞ্জ।

গতকাল শনিবার দূর্লভ প্রজাতির এই লজ্জাবতী বানরটি উদ্ধার করে রাতেই কাপ্তাই জাতীয় উদ্যানের আওতাধীন কাপ্তাই রেঞ্জের গভীর জঙ্গলে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন কাপ্তাই ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

জেলার কাপ্তাই এলাকাকার অভয়ারণ্যে হাতি, লজ্জাবতী বানর, অজগরসহ দূর্লভ প্রজাতির বিভিন্ন প্রাণীর অবস্থান রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগ। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও প্রাণী সংরক্ষণে কার্যকর উদ্যোগের আহবান জানিয়েছেন এলাকাবাসী।