॥ নিজস্ব প্রতিবেদক ॥
শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১০ টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সবির কুমার চাকমা, প্রবর্তক চাকমা, বিপুল ত্রিপুরা, নির্বাহী কর্মকর্তা শিবলী নোমান প্রমূখ।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সভার আগে জেলা পরিষদসহ হস্তান্তরিত বিভাগের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।