দেশের খাদ্য ঘাটতি রুখতে ও কৃষকদের অর্থনেতিক ক্ষতি কমাতে ইঁদুর নিধনের কোন বিকল্প নেই—-মোহাম্মদ মিজানুর রহমান
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশের খাদ্য ঘাটতি রুখতে ও কৃষকদের অর্থনৈতিক ক্ষতি কমাতে হলে ইঁদুর নিধনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, দেশের জাতীয় আয়ের এক উল্লেখযোগ্য অংশ আসে কৃষিখাত থেকে। কিন্তু প্রতিনিয়তই কৃষকের কষ্টার্জিত ফসলকে ইঁদুর মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ করছে। তাই ইঁদুর নিধন করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব।
রবিবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ইঁদুর নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের উপ-পরিচালক তপন কুমার পালের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মুহাম্মদ মণিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান আরো বলেন, এ মৌসুমে চাষের জমি খাদ্যশস্যে পরিপূর্ণ থাকে। ইঁদুর এসব শস্য ক্ষতিসাধনের মাধ্যমে উৎপাদনের লক্ষ্যমাত্রাকে ব্যাহত করে। এতে বিপুল পরিমান ফসল নষ্ট হওয়ার পাশাপাশি কৃষকরা অর্থনৈতিকভাবে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়। যা কাটিয়ে উঠতে তাদের অনেক সময় লেগে যায়। যে কারণে কৃষক যেমন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তেমনি দেশে খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে। তাই ফসলের ক্ষতি এড়াতে এবং খাদ্য ঘাটতি রুখতে হলে ইঁদুর নিধনের বিকল্প নেই।