প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য দীপংকর তালুকদারের মাধ্যমে কাজ করছে— সবির কুমার চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় থাকলে পৃথিবীতে শান্তি অটুটু থাকতো বলো মন্তব্যকরেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য সব সময় কাজ করে যাচ্ছে। প্রতিটি ধর্মের মানুষ যাতে তাদের নিজ নিজ ধর্ম সঠিক ভাবে পালন করতে পারে তার জন্য জনননেতা দীপংকর তালুকাদরের নেতৃত্বে পাহাড়ের শান্তি প্রতিষ্টায় কাজ করছে। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।
রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং মাইচছড়ি অর্পণা চরণ শাখা বন বিহারে কঠিন চীবর দানানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
গতকাল সকাল থেকে সংঘদান, বুদ্ধমুর্তি দান, হাজার বাতি দান, অষ্ট পরিস্কার দান, কঠিন চীবর দান সহ নানাবিধ দানের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
বিহারে আগত দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন অর্পণা চরণ শাখা বন বিহারে বিহার অধ্যক্ষ মুক্ত প্রিয় স্থবির।
দেশনা শেষে ভিক্ষু সংঘের হাতে চীবর উৎসর্গ করেন বিহারের সভাপতি প্রভাত রঞ্জন চাকমা ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা।
অনুষ্ঠানে বরকল উপজেলার সাবেক চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, স্থানীয় ব্যক্তিত্ব ও সাবেক জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র কুমার চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে সুবলং মাইচছড়ি অপর্ণা চরণ শাখা বন বিহারের ভিক্ষু সংঘের দোলতা আবাসিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে বরকল উপজেলার ২২ টি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বিহার পরিচালনা কমিটির হাতে পরিষদের শুভেচ্ছা উপহার নগদ অর্থ বিতরণ করেন।