পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশে কারিগর পাড়া হতে বিলাইছড়ি পর্যন্ত সড়কটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে—দীপংকর তালুকদার এমপি
॥ নিজস্ব প্রতিবেদক, বিলাইছড়ি ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে কারিগর পাড়া হতে বিলাইছড়ি পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়কটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আজ দুপুরে রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ নিশ্চিত করতে ৩৩৮ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে কাপ্তাইয়ের কারিগর পাড়া ও বিলাইছড়ি পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক উন্নয়ন ও ১১টি সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি জোনের ক্যাপ্টেন বিপুল কান্তি পাল, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, স্থানীয় সরকার পরিষদ এলজিইডির রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ শফি, সাবেক জেলা পরিষদ সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, বিলইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, জেলা আওয়ামীলীগ নেতা অমর কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলার আওয়ামীলীগের নেতা অভিলাস তঞ্চঙ্গ্যা, আওয়ামীলীগ নেতা মোঃ সাইদুল ইসলাম, সহ অন্যান্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) ৩নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ৪নং বড় থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মার্মাসহ জনপ্রতিনিধি, নেতা ও নেতৃবৃন্দরা।
রাঙ্গামাটি জেলা এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছেন, ৪০ কিঃ মিঃ সড়কের মধ্যে ৩১ কিঃ মিঃ কাপ্তাই অংশে এবং ৯ কিঃ মিঃ বিলাইছড়ি উপজেলার অংশে পড়েছে। অধিকাংশ পথই উঁচু নীঁচু পাহাড় বেষ্টিত। সড়কটিতে ১১টি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে ৭টি কাপ্তাই উপজেলা অংশে এবং ৪টি বিলাইছড়ি উপজেলা অংশে নির্মাণ করা হবে। বিলাইছড়ি অংশে প্রতিটি ব্রিজ হবে ৪শত মিটার দৈর্ঘের।