পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামটি জেলা কার্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ১৪৪৪ হিজরী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক-এর সংঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী। অলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জসিম উদ্দিন নূরী। এছাড়াও জেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিবাবক, শিক্ষক প্রতিনিধিসহ ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ১৪৪৪ হিজরী উপলক্ষে বুধবার (১২ অক্টোবর) সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্বেরাত, হামদ-নাত ও রচনা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মিলাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।