পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের অহিংসা বানী সবার মাঝে ছড়িয়ে দিতে ভিক্ষু সংঘের বিরাট ভূমিকা রয়েছে— নিখিল কুমার চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধে অহিংসা বানী সবার মাঝে ছড়িয়ে দিতে ভিক্ষু সংঘের বিরাট ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি বলেন, অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় জাতি, ধর্ম, বর্ণ সব ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা যার যার ধর্ম প্রচার করে যাচ্ছি। আর সব ধর্মের মানুষ এখানে শান্তিপ্রিয়ভাবে মিলেমিশে বসবাস করছে। ধর্ম যার যার উৎসব সবার এ নীতিতে আমরা বিশ্বাসী করি। যা শান্তি ও সম্প্রীতি বজায় রেখে মানব জীবন তৃপ্তি লাভ করতে পারে।
মঙ্গলবার (১১ই অক্টোবর) দুপুরে রাঙ্গামাটির নানিয়ারচরে গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে ২য় তম দানোওম কঠিন চীবর দানে যোগদান ও পরে বৌদ্ধ বিহারের বিভিন্ন দিক পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এইসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার,
নানিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমাসহ গন্যমান্য পুর্নার্থীগন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও অভিপ্রায়ে পার্বত্য এলাকাকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে এবং পাহাড়ের ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরণের উন্নয়নে যা যা করা দরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাই পার্বত্য চট্টগ্রামের কোন এলাকা পিছিয়ে থাকার সুযোগ নেই।