কাউখালীতে ৮ কোটি ৮৪ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

রাঙ্গামাটি

শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাছে উন্নয়নের জোয়ার বইছে

॥ নিজস্ব প্রতিবেদক, কাউখালী॥

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামের আনাচে কানাছে উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন রাস্তা নির্মান, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। যেসব এলাকায় বিদ্যুতের আলো পৌছে নিবা সেখানে কোন দিন বিদ্যুৎ যাওয়ার সম্ভবনা নেই সেসব এলাকাকে সোলারের মাধ্যমে বিদ্যুৎ এর সংযোগ দেয়া হয়েছে।

তিনি বলেছেন জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতশীল দেশে পরিনত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আগামীতে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা গতকাল বুধবার কাউখালী উপজেলায় উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয়দের সাথে আলাপকালে উপরোক্ত বক্তব্য রাখেন।
গতকাল তিনি কাউখালী উপজেলায় ২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে হাতিমারা ও বড়পাড়া সংযোগ ব্রীজ নির্মান উদ্বোধন, ৩৫ লাখ টাকা ব্যয়ে কাউখালী মুসলিম শিশু সদনের ডাইনিং হল নির্মান উদ্বোধন, ৩ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে হাতিমারা হতে ও বড়পাড়া পর্যন্ত রাস্তা নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২০ লাখ টাকা ব্যয়ে কাউখালী সরকারী ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মান ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২ কোটি টাকা ব্যয়ে চেলাছড়া যৌথ খামার হতে মিতিংগাছড়ি ধর্মগিরি সাধনা কুঠির পর্যন্ত রাস্তা নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এ সময় অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সুমেষ চাকমা, ঘাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান জগদীস চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।