পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করতে ধর্মীয় গুরুদেরকে দেশনায় সম্প্রীতির প্রতি জোর দিন—দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করতে ধর্মীয় গুরুদেরকে ধর্মীয় দেশনায় সম্প্রীতির প্রতি জোর দেয়ার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, সম্প্রীতি সনাতন সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে। পার্বত্য এলাকায় কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে। এটাও যাতে শান্তি পূণ ভাবে উদযাপিত হয় তার জন্য প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
১১ অক্টোবর মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের নির্বানপুুর বন ভাবনা কেন্দ্রের কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।
বিহার পরিচাণা কমিটির সভাপতি হেডম্যানের সভাপতিত্বে কঠিন চীবর দানোৎসবে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, দীপংকর তালুকদারের সহধর্মীনি বিটা চাকমা, জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমা সহ কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল পঞ্চশীল প্রার্থনা ও বেইন ঘর উদ্বোধনের মধ্যে দিয়ে কঠিন চীবর দানোৎসব শুরু হয়। ২৪ ঘন্টায় চরকায় তুলা থেকে সুতা কেটে রং করে দানের জন্য কঠিন চীবর প্রস্তুত করা হয়। এছাড়া সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
দুপুরে ভিক্ষু সংঘকে মঞ্চে আগমন ঘটে। পর পর পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধমুর্তি দান, হাজার বাত্তি দান, আকাশ প্রদীপ দান, সংঘদান সহ বিভিন্ন এবং সর্ববৃহৎ দান কঠিন চীবর দান উৎসর্গের মধ্যে দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়।
দানকার্য শেষে নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবিরের হাতে চীবর উৎসর্গ করেন বিহারের সভাপতি। এর পর খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী সহ স্থাণীয়গন্যমান্য ব্যক্তিবর্গ চীবর উৎসর্গ করেন।
অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পালি প্রভাসক ভদন্ত ড. জীন বোধির মহাস্থবির, রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও শ্রদ্ধেয় বনভন্তের শীর্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির, নির্বাণপুর বন ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবি।
এর আগে কল্পতরু প্রদক্ষিণ, ধর্মীয় সংগীত সহ বিভিন্ন ধর্মীয় সংগীত পরিবেশিত হয়।