“নতুন করে বাঁচার চেষ্টা”

বিবিধ রাঙ্গামাটি

॥ ছবি প্রতিবেদক, লিটন শীল ॥

নতুন করে বাঁচার চেষ্টা” আগুনে পুরে যাওয়া ঘরবাড়ী ও দোকানের কয়লা ও ছাই থেকে খুড়ে খুড়ে কিছু পাওয়ার প্রচেষ্টা করছে এক শিশু, অন্যদিকে পুরে যাওয়া ডেউটিন ও বাড়ীর অর্ধপুরা মালামাল সরিয়ে নতুন করে ঘর বাধার চেষ্টা করছে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষরা।

উল্লেখ, রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা সদরে গত রোববার বিকেল ৩টার দিকে লাগা আগুনের লেলিহান শিখায় ৪৫টি দোকান ঘর ও ৮টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।