পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির জন্য রাঙ্গামাটি জেলায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ধাপে ধাপে এমপিও ভ’ক্ত করা হবে— দীপংকর তালুকদার
॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলের শিক্ষার মান বৃদ্ধির জন্য রাঙ্গামাটি জেলায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ধাপে ধাপে এমপিও ভ’ক্ত করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি করলে হবে না এই স্কুল গুলোকে লেখাপড়ার মান আরো বাড়াতে শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহবান জানান।
আজ ৮ অক্টোবর রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেআরসি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দীপংকর তালুকদার (এমপি)।