ব্যক্তিগত বিল্ডিং এর কাজ করতে গিয়ে রাঙ্গামাটি শহরকে ৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন, মামলার করার দাবী

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ব্যক্তিগত বিল্ডিং এর কাজ করতে গিয়ে রাঙ্গামাটি শহরকে ৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন রাখলো জনৈক সরকারী কর্মকর্তা। ব্যক্তিগত বিল্ডিংএর কাজ করার এসময় ১১হাজার কেভির লাইন ভেঙ্গে পড়েছে ৩৩হাজার কেভির লাইনের উপরে। বুধবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এরপর শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বুধবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত শহরের রিজার্ভ বাজার, বনরূপা, তবলছড়ি, আসামবস্তিসহ অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয় বিদ্যুৎ বিভাগকে।

রাঙ্গাপানি এলাকায় স্থানীয় গ্রামবাসী জানায়, শহরের রাঙাপানি এলাকার কেজিআরের সামনে খাগড়াছড়ি জেলা পরিষদের উর্ধ্বতন কর্মকর্তার ব্যক্তিগত মালিকানায় ভবন নির্মানের কাজ চলছিল। তারা বিল্ডিং এর বেইজ এমন ভাবে কাটে পুরো রাস্তা দখল করা অবস্থায়। একটু জায়গা ছেড়ে বিল্ডিং করলে আজ এতো বড়ো বিপদ হতো না। স্থানীয়রা বলেন এটি কোন রেকডিও জায়গা নয় একটি একবারে সরকারী খাস জায়গার উপর বিল্ডিং করছে। রাস্তার ঘেষে নিজের বিল্ডিংয়ের কাজ করার কারণে বিদ্যুতের খাম্বার উপর ভেঙ্গে পড়ে। স্থানীয়রা বলেন, এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা দরকার। তার গাফিলতির কারণে আজ আমরা বিদ্যুৎ বিহীন।

পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে নতুন পোল বসিয়ে কাজ কাজ শুরু করে। কাজ শুরু করার প্রায় ৭/৮ ঘন্টা পর মধ্য রাতে সাময়িক বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয় বিদ্যূৎ বিভাগ।

বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ব্যক্তিগত বিল্ডিং এর কাজ করতে গিয়ে আমাদের আজকে এই বিপদে ফেলেছে। আমরা বাড়ীর মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তিনি বলেন, বাড়ীর কাজের কেয়ার টেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, আমরা থানায় জিডি করবো। কাজের বিষয়ে তিনি বলেন, আমরা নতুন পোল লাগানোর কাজ করছি। তবে কতোক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না। শহর পুরো অন্ধকার ছিলো। আমরা কয়েকটি এলাকায় লাইন চালু করেছি। বর্তমানে রিজার্ভ বাজার, তবলছড়ি আসামবস্তী এলাকায় সংযোগ বন্ধ রয়েছে।

এদিকে এই সংযোগ ঠিক করতে সাত ঘন্টা সময় লেগে যায়। মধ্য রাতের দিকে শহরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। জানা যায়, রাঙ্গামাটি সড়কের ওই খাম্বার কাজ পুরোপুরি শেষ হয়নি। আপাতত বিদ্যুতের লাইন চালু করা হয়েছে। সম্পুর্ন কাজ সম্পন্ন করতে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ক্রেন আনা হবে। এজন্য বৃহস্পতিবার সকাল ৭/৮টা থেকে শহরে বিদ্যুৎ থাকবে না। পুরোপুরি কাজ সম্পন্ন করতে ৩/৪ঘন্টা সময় লাগতে পারে বলে জানা যায়।
#