পার্বত্য চুক্তির পর পাহাড়ের মানুষ ব্যবসা বান্ধব হলেও চাঁদাবাজি বড়ো বাধা হয়েছে—-দীপংকর তালুকদার

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পাহাড়ের মানুষ ব্যবসা বান্ধব হতে চাইলেও অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজি এখানকার মানুষের অর্থনৈতিক মুক্তিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি করা হলেও চুক্তির পর নতুন করে আঞ্চলিক দল গুলো পাহাড়ে অস্ত্রবাজী ও চাঁদাবাজী শুরু করে মানুষকে অতিষ্ঠ করে তোলে। ব্যবসায়ী করতে চাইলেও প্রতিটি উন্নয়ন কাজে বড় একটি অংশ চাঁদা দিতে হয়েছে ব্যবসায়ীদেরকে। তাদের দৌরত্বের কারণে ব্যবসায়ীরা উঠে দাঁড়াতে পারেনি। তিনি বলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর অভিযানে তাদের দৌরাত্ব কমে আসলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এই অভিযান আরো জোরদার করতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানান।

৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকালে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।

মেলায় রাঙ্গামাটি জেলার ৯ টি এবং রাঙ্গামাটির বাইরের ৩১ স্টল নিয়ে এবারের বাণিজ্য মেলা শুরু করা হলেও আগামী বছর পার্বত্য রাঙ্গামাটিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন চেম্বার নেতৃবৃন্দ।