রাঙ্গামাটিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গামাটি

একজন প্রকৃত ধার্মিক কখনো সাম্প্রদায়িক হতে পারেন না—- দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক পাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সমাবেশে দীপংকর তালুকদার বলেন, একজন প্রকৃত ধার্মিক কখনো সাম্প্রদায়িক হতে পারেন না। যা মানুষ ধারণ করতে পারে তাই ধর্ম। সাফ নারী চ্যাম্পিয়নশীপে মুসলিম হিন্দু বৌদ্ধ পাহাড়ি বাঙ্গালি সকলে সে দলে খেলে, দেশের জন্য সুনাম বয়ে এনেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে গেলে বাংলাদেশ অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী ক্ষুধা দারিদ্র মুক্ত একটি দেশে রুপ নিবে। তিনি বলেন, যারা ধর্মকে পৃথক কারে তারা একটি গোষ্ঠী তাদের কোন জাত নেই। তাদের কোন ধর্ম নেই। তারা সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ধর্মকে ব্যবহার করে। তিনি বলেন, যারা এই অপকর্ম গুলো করে তাদের চিহ্নিত করতে হবে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান দীপংকর তালুকদার।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চেীধুরী, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম, জোন কমান্ডার লেঃ বিএম আশিকুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে বক্তব্য রাখেন ফাদার মাইকেল রয়, শুভদর্শী মহাথেরো,পূলক চক্রবর্তী, মাওলানা মোঃ আবুল হাশেম প্রমূখ।