রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ২৩সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া স্থগিত কৃত নিয়োগ পরীক্ষা নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে অনিবার্য্য কারণ বশত গতকাল ১৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা করে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ তাদের পেইজের মাধ্যমে জানিয়ে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা স্থগিতের কথা ছড়িয়ে পড়ে। কিন্তু ২০সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর থেকে ১৯সেপ্টেম্বরের জেলা পরিষদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিটিকে ভূয়া দাবি করে পার্বত্য জেলা পরিষদের প্যাডে রাঙ্গামাটি জেলা পরিষদের স্বাক্ষর জাল করে নকল একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। যা মূলত ভূয়া বিজ্ঞপ্তি।

এই বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতই রয়েছে। যা আমরা চিঠির মাধ্যমে আমাদের পেইজে জানিয়ে দিয়েছে। তবে এ সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ‘ আবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়া’র তথ্য সত্য নয়ৃ.. বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গাামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি বলেন, বুধবার সকালে অফিসে গিয়ে এই বিষয়ে বৈঠক হবে এবং যে আইডিতে এই ভুয়া তথ্য দেয়া হয়েছে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হবে।

এই বিষয়ে সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূর্খ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। যার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ-ই বিষয়ে কোন গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।