অদম্য গোল কিপার রূপনা ও ফুটবল খেলোয়ার ঋতু পর্ণার বাড়ীতে ভালোবাসার উপহার নিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক

খেলাধুলা রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সাফ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অদম্য গোল কিপার রূপনা চাকমা ও ও জাতীয় মহিলা ফুটবল খেলোয়ার ঋতু পর্ণা চাকমার বাসায় মিষ্টি ফলমূলসহ নানান উপহার নিয়ে গেলেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
সোমবার শেষ হওয়া সাফ চ্যাম্পিয়ন শীপের বিজয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমা প্রতিযোগিতার সেরা গোল কিপারের পুরষ্কার অর্জন করেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় নানিয়ারচরে রূপনা চাকমার বাসায় ও পরে ঋতুপর্ণা চাকমার বাসায় মিষ্টি, ফলমুল ও নগদ অর্থ সহায়তার চেক নিয়ে যান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি তাদের দুই পরিবারের হাতে নগদ দেড় লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকার চেকও তুলে দেন।

জেলা প্রশাসক আবেগে আপ্লুত হয়ে রূপনা ও ঋতুপর্ণা পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। এসময় তিনি তার সাথে উপস্থিত নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রহমানকে রূপনার জরাজীর্ণ ঘরটির স্থলে নতুন ঘর ও নির্মাণে যা যা করা দরকার করা এবং তার বাসায় যাওয়ার সড়কটি তৈরি করে দেয়ার নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান, জেলা স্কাউটের নেতা নুরুল আবছার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এই সময় বলেন, সাফ চ্যাম্পিয়নশীপে রূপনা ও ঋতুপর্ণা তারা অসাধারন খেলার নৈপূণ্য দেখিয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম কুড়িয়েছে। তারা আমাদের পুরো জাতির গর্ব। রূপনা ও ঋতুপর্ণা আজ পুরো জাতির গর্ব। আমরা তাদের নিয়ে গর্বিত। তাদের পরিবারের পাশে আমরা আছি থাকব। তিনি পাহাড়ের খেলোয়ারদের সুনাম অক্ষুন্নভাবে ধরে রাখতে প্রতিটি এলাকায় খেলাধূলার নিয়মিত চর্চার আহবান জানান।

এর আগে নানিয়ারচরের ঘিলাছড়ির ভূঁইয়াদম এলাকায় রূপনা বাসা বেরিয়ে এর পর জেলা প্রশাসক রওনা দেন আরেক জাতীয় তারকা ঋতুপর্ণা চাকমার বাসার উদ্দেশ্যে।

এদিকে সাফ চ্যাম্পিয়ান জয়ী কাউখালীর কৃতি ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ীতে গিয়ে তার মার হাতে দেড় লক্ষ করে টাকার চেক প্রদান করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গামাটির মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি নিরুপা দেওয়ান দিদি এবং সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।