পার্বত্য অঞ্চল থেকে খেলোয়াড়ার তৈরীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রাখবে— দীপংকর তালুকদার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য অঞ্চল থেকে খেলোয়াড়ার তৈরীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, তার জন্য আমাদেরকে আরো বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি বলেন, যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের আরো ভালোবাবে প্রশিক্ষণ প্রদান করতে হবে যাতে করে বিভাগীয় পর্যায়ে জয় লাভ করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হতে হবে।
আজ ১৮ সেপ্টেম্বর রবিবার রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার একথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাপনী খেলায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, জেলা পিটিআই সুপারেনটেন্টেন্ড সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের ছেলেরা না পারলেও নারীরা এগিয়ে আছে। জাতীয় ফুটবল দলের অনেকেই আছে রাঙ্গামাটির নামকে তুলে ধরবে। জাতীয় দলের হয়ে খেলে ভারতে মতো শক্তিশালী টিমকে হারিয়ে সাফ গেমইমে নেপালের সাথে ফাইনালে লড়বে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আগামী দিনের আরো চম্পা, মনিকা তৈরী করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ছাত্রছাত্রীদের মনোনিবেশ করানোর জন্য আহবান জানান।
সমাপনী খেলায় বঙ্গমাতা ফুবল টুর্ণামেন্টে রাজস্থলীকে উপজেলা হারিয়ে রাঙ্গামাটি সদর উপজেলার হাজাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
দ্বিতীয় খেলায় রাজস্থলী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে লংগদু উপজেলার মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।