অটোরিক্সা পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রশাসনকে চালকদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

রাঙ্গামাটি

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে আসামবস্তি-কাপ্তাই সড়কে সন্ত্রাসী কর্তৃক সিএনজি অটোরিক্সা পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল থেকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে শ্রমিক সংঘটনের নেতৃবৃন্দ। এছাড়া তিন দফা দাবী দিয়েছে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি।

প্রতিবাদে শুক্রবার ১৬ সেপ্টেম্বর বিকেলে শহরের পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় প্রধান সড়র বন্ধ রেখে প্রতিবাদ জানায় চালকরা। এসময় প্রায় ৪০ মিনিট দূরপাল্লা ও অভ্যন্তরীন যানচলাচল বন্ধ হয়ে যায়।

দাবিগুলো হচ্ছে, সকল সড়কে চালকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত চালকের উপযুক্ত ক্ষতিপূণ দেওয়া।

রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, দিনের পর দিন পর আসামবস্তি-কাপ্তাই সড়কে সশস্ত্র সন্ত্রাসীদের উৎপাত বেড়ে যাওয়া ঘটনা প্রশাসনকে জানানোর পরও কোন প্রদক্ষেপ না নেওয়ার আজ এই ঘটনা ঘটেছে। চালকদের সড়কে জীবনের কোন নিরাপত্তা নাই। এসময় দোষীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের কাছে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন নেতারা।

অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দীন পেয়ারু এসময় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে রাঙ্গামাটির আসামবস্তি-কাপ্তাই আগর বাগান নামক স্থানে তিমুর সড়কে চাঁদা না পেয়ে সিএনজি অটোরিক্সা পুড়িয়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।