॥ নিজস্ব প্রতিবেদক ॥
সারা দেশে ন্যায় একযোগে শুরু হয়েছে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। রাঙ্গামাটি জেলা শহর ও ১০ উপজেলার ২১টি পরীক্ষা কেন্দ্রে সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবছর রাঙ্গামাটি জেলায় এসএসসি পরীক্ষায় ৭ হাজার ৪৮৮ জন, দাখিল পরীক্ষায় ৫২৪ জন এসএসসি ভোকেশনালে ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রে অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীর হচ্ছে ৬ হাজার ৬৪৫ জন।
সকালে রাঙ্গামাটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় রাঙ্গামাটি জেলা শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক জানান, রাঙ্গামাটি শহর ও ১০ উপজেলায় ২১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
রাঙ্গামাটি জেলা সদরে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র গুলো হচ্ছে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয় ও রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্রতিটি পরিক্ষা কেন্দ্রে রাখা হয়েছে মেডিকেল টিম, কড়া নিরাপত্তা ব্যবস্থায় কেন্দ্রগুলোর অন্তত ২’শ গজ এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।