॥ নিজস্ব প্রতিবেদক॥
রাঙ্গামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।
নিহতের বড় ভাই জানান গত ৬ তারিখে রাতে নিখোঁজ হয়। এর পর আমরা অনেক জায়গায় খোঁজখুজি করে থানায় একটি হারানো ডায়রি করি। নিখোঁজের ৩ দিন পর বরকলের একটি ছড়ার পাশে কাঞ্চনের গেঞ্জি ও সেন্ডেল পাওয়া যায়। আজ সকালে রাঙ্গামাটি কাইন্দারমুখ এলাকায় লাশ ভাসার খবর পেয়ে আমরা এসে লাশ টিকে সনাক্ত করি। তার মুখটা খুবই বিভষ হয়ে গেছে। তার পরনের পেন্ট ও কোমড়ের বেল্ট দেখে তাকে সনাক্ত করি।
১১ দিন পর ইলিয়াস কাঞ্চনের লাশ পাওয়া গেছে তবে তাকে হত্যা করা হয়েছে না নিজেই সুইসাইড করেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে ২ নং ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা যুবকের নাম ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০)। সে বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা জানান, সকালে স্থানীয়রা কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভাসমান দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছে জানতে পেরেছি।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, স্থানীয় সূত্রে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ধারণা করছি, দীর্ঘদিন পানিতে থাকার কারণে মরদেহের বিভিন্ন অংশ পঁচে গিয়েছে।