॥ স্পোর্টস রিপোর্টার ॥
রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিলে আগামী ১১ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার নির্বাচনী তফসিল ঘোষনা করেন। নির্বাচিত কমিটি ২০২২ হতে আগামী ২০২৬ সাল পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, আগামীকাল ১৪ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিল, ১৫ ও ১৮ সেপ্টেম্বর ভোটার তালিকার উপর আপত্তির শুনানী ও নিষ্পত্তি, ১৯ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২০ হতে ২২ সেপ্টেম্বর বিভিন্ন পদে মনোনয়ন পত্র বিতরণ, ২৫ ও ২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৮ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ। ২৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ২ অক্টোবর চুড়ান্তভাবে মনোনিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১১ অক্টোবর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।