॥ নিজস্ব প্রতিবেদক ॥
ঘর ভাড়া দিয়ে বিপদে পড়েছেন রাঙ্গামাটির এক ঘরের মালিক। হয়েছেন হামলার শিকার। এখন দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি। এ থেকে পরিত্রাণ চেয়ে নিজের জীবনের নিরাপত্তার দাবী করে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এ দাবী জানান ভুক্তভোগী নবি হোসেন (৩৭)।
সংবাদ সম্মেলনে নবি হোসেন বলেন, গত ৫ মাস আগে অসহায়ত্ব দেখে ফেরদৌস বেগম নামে এক সন্তানের মহিলাকে রাঙ্গামাটি শহরের ফিসারী বাধ এলাকায় তিনটি দোকান প্লটের মধ্যে একটি প্লট ভাড়া দেন।
শুরু থেকে মহিলাটি ভাড়া দিতে পারেনি। পরবর্তীতে এ দোকানে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের বাসিন্দা আনোয়ার মিয়া বানু, বদি আলম, শুক্কর, সাদ্দামরা দোকানে আড্ডা দিতে থাকে।
এখন ভাড়া চাইতে গেলে মহিলাটি ভাড়া না দিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এর মধ্যে গত কয়েকদিন আগে ভাড়া চাইতে গেলে দোকান থেকে তুলি নিয়ে দোয়েল চত্বরে গিয়ে বানুরা মিলে তাকে মারধর করে সাদা কাগজে সই নেয়। পরে সেখান থেকে কোন রকম পালিয়ে আসতে সক্ষম হলেও এখন বানুরা প্লটটি ঐ মহিলাকে ছেড়ে দিতে চাপ দিচ্ছে। প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলেন নবি হোসেন।
অভিযোগের ব্যাপারে আনোয়ার হোসেন বানু বলেন, নবি যে অভিযোগ করছে এটি দাহা মিথ্যা কথা। নবি হোসেন এলাকায় নব্যা চোরা নামে পরিচিত। তাকে কেউ হয়তো টাকা পয়সা দিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। তিনি বলেন, সে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটি তদন্ত করে দেখতে পারে পুলিশ। যেখানে আমি নির্যাতন করেছি বলছে সেখানে ২৪ ঘন্টা সিসি ক্যামেরা চালু থাকে। এগুলো চেক করলে বুঝা যাবে আমি আসলে নব্যাকে কিছু করেছি কিনা।